উত্তর প্রদেশের হাপুড়ে গোহত্যার অভিযোগে গণধোলাইয়ে মৃত ১
ABP Ananda, Web Desk | 19 Jun 2018 08:45 AM (IST)
হাপুড়: উত্তর প্রদেশের হাপুড়ের পিলখুয়া এলাকায় গোহত্যার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারল দুষ্কৃতীরা। অন্য একজন মারধরে গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পিলখুয়ার বছেড়া খুর্দ গ্রামে। মৃতের নাম কাসিম। জানা যাচ্ছে, সময়দীন নামে এক কৃষক চাষ ছেড়ে নিজের গবাদি পশুর জন্য খাবার আনতে যান। সে সময় তাঁর জমিতে ঢুকে পড়ে দুটি গরু ও বাছুর। সময়দীন ফিরে এসে সেই গরু-বাছুরকে জমি থেকে তাড়াচ্ছিলেন। এই সময় কেউ গোহত্যার গুজব রটিয়ে দেয়। স্থানীয় দুষ্কৃতীরা জড়ো হয়ে সময়দীনকে প্রচণ্ড মারধর করে, কাসিমও ছিলেন সেখানে, মারধর করা হয় তাঁকেও। কাসিমকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সময়দীনের অবস্থা আশঙ্কাজনক। কাসিমের ভাইয়ের অভিযোগে ২৫ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের সন্দেহ, একটি বাইক দুর্ঘটনা নিয়ে গন্ডগোলের জেরে এত কাণ্ড। ঘটনার তদন্ত চলছে।