লখনউ: ২৫ বছর আগে যে সমাজবাদী পার্টি তিনি নিজের হাতে তৈরি করেছিলেন, সম্ভবত সেই পার্টিই ছাড়তে চলেছেন মুলায়ম সিংহ যাদব। সব কিছু ঠিকঠাক থাকলে আজ কার্যত হারিয়ে যাওয়া লোক দলের সঙ্গে হাত মিলিয়ে নিজস্ব দলের কথা ঘোষণা করবেন তিনি। চেষ্টা করবেন নতুন দলের নামে সমাজবাদী শব্দটি রাখার।
সমাজবাদী পার্টিতে বাবা-ছেলের দ্বন্দ্ব এখন চূড়ান্ত পর্যায়ে। গতকাল ছেলে অখিলেশ যাদবের ডাকে দলের রাজ্য সম্মেলনে মুলায়ম বা তাঁর ভাই শিবপাল যাদব- কেউই যাননি। পাশাপাশি লোক দল জানিয়েছে, আজ সাংবাদিক বৈঠক করে তাদের সঙ্গে হাত মিলিয়ে নতুন দল গঠনের কথা ঘোষণা করবেন সমাজবাদী পার্টির একদা সুপ্রিমো। ওদিকে শিবপাল আগেই জানিয়ে দিয়েছেন, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াইয়ের জন্য আলাদা করে সমাজবাদী সেকুলার ফ্রন্ট গড়বেন তিনি।
অখিলেশ-মুলায়ম দ্বন্দ্বের জেরে এমনিতেই আড়াআড়ি ভেঙে গিয়েছে সমাজবাদী পার্টি। শেষ বিধানসভা ভোটে গোহারা হেরেছে তারা, প্রচুর চেষ্টা করেও পারিবারিক অশান্তি গোপন রাখা যায়নি। এসপির যে সম্মেলন চলছে সেখানেও তাৎপর্যপূর্ণভাবে মুলায়ম সিংহের ছবি নেই, শিবপালের তো নেইই। দলের ঘনিষ্ঠরা মেনে খোলাখুলিই জানাচ্ছেন, পার্টি ভেঙে যাওয়া অবশ্যম্ভাবী।
যাদবকুলের মুষলপর্ব: আজ সম্ভবত নিজের দল ঘোষণা করতে পারেন মুলায়ম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2017 07:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -