নয়াদিল্লি: সম্প্রতি, উত্তরপ্রদেশের বিখ্যাত মুঘলসরাই স্টেশনকে দীনদয়াল উপাধ্যায় জংশন হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে। নতুন নামফলকের উদ্বোধন করতে আগামী ৫ তারিখ শহরে আসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার আগে, গোটা স্টেশনটিকে গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হচ্ছে। অত্যন্ত জোরকদমে চলছে সেই কাজ। প্রসঙ্গত, রাজ্যে আদিত্যনাথ প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে একাধিক জায়গার রং পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে।

https://twitter.com/ANINewsUP/status/1024877459785666560

এর আগে, বদায়ুঁতে বিআর অম্বেডকরের মূর্তি মেরামতের পর তাতে গেরুয়া রং চড়িয়ে দেওয়া হয়। পরে, অবশ্য, আগের নীল রঙে ফিরিয়ে আনা হয়। গত ফেব্রুয়ারি মাসে লখনউয়ের একটি পুলিশ স্টেশনকে গেরুয়া রঙে মুড়িয়ে ফেলা হয়। একমাস আগে, হজ কমিটি দফতরের সীমান্ত পাঁচিলে গেরুয়া রং লেপে দেওয়া হয়। পাশাপাশি, সেই সময়ই লখনউয়ের আরেকটি পুলিশ স্টেশনকে গেরুয়া রং করা হয়েছিল।