নয়াদিল্লি: ১০ দিন সময়ের মধ্যে রাজ্যপালকে ছাড়তে হবে রাজভবন। নির্দেশ অমান্য হলে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে গোটা ভবন। মাওবাদীদের এই হুমকি চিঠিই ঘুম কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথের সরকারের। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের ওপর মাওবাদী আক্রমণের এই হুমকি চিঠির কথা স্বীকার করে নিয়েছে রাজভবনও।
রাজভবনের তরফে বলা হয়েছে, “ঝাড়খণ্ডের মাওবাদী গোষ্ঠী তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির তরফে একটি চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে, রাজ্যপাল ১০ দিনের মধ্যে তাঁর ঠিকানা না বদলালে ডায়নামাইট দিয়ে রাজভবন উড়িয়ে দেওয়া হবে।” এই হুমকি চিঠি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ডিজিপি সহ, রাজ্য গোয়েন্দা সংস্থা এবং এডিজি সিকিউরিটি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজভবন। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের অতিরিক্ত মুখ্য সচিব হেমথ রাও এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্ট আকর্ষণ করতে স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি দিয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার আগে মধ্যপ্রদেশের রাজ্যপাল ছিলেন আনন্দীবেন পটেল। একই সঙ্গে মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়েরও দায়িত্বভার ছিল তাঁর কাঁধে।