লখনউ: মেরঠ, আজমগড়ের পর এবার ইলাহাবাদ। যোগীরাজ্যে ফের আঘাত বাবাসাহেব অম্বেডকরের মূর্তিতে। অম্বেডকরের নামের সঙ্গে 'রামজি' শব্দ জোড়া নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের দুটি স্থানে মূর্তিতে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে।প্রথম ঘটনাটি ঘটে গতকাল মধ্যরাতে ইলাহাবাদের শান্তিপূরমের একটি পার্কে দেশের সংবিধান প্রণেতার মূর্তির উপরের অংশ ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কারা ভাঙল মূর্তি? মামলা রুজু করে তদন্তে পুলিশ।
দোষীদের শাস্তির দাবি জানিয়ে ফুলপুরের সমাজবাদী পার্টি সাংসদ নাগেন্দ্র পটেল ধর্ণা শুরু করেছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সিদ্ধার্থনগর জেলায়। ডুমরিয়াগঞ্জ থানা এলাকায় রাতে দুষ্কৃতিরা অম্বেডকরের মূর্তি ক্ষতিগ্রস্ত করে।এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
উত্তরপ্রদেশে অম্বেডকরের মূর্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। কিছুদিন আগে আজমগড়ে এ ধরনের ঘটনা ঘটেছিল। মেরঠেও ভাঙা হয়েছিল অম্বেডকরের মূর্তি।
ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছিলেন যে, মূর্তি যারা ভাঙছে তারা পার পাবে না।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বামেদের হারের পর লেনিন মূর্তি ভাঙার পর সারা দেশের বিভিন্ন স্থান থেকে মূর্তি ভাঙার খবর এসেছে।
ইলাহাবাদ ও সিদ্ধার্থনগরে অম্বেডকরের মূর্তি ভাঙচুর, প্রতিবাদে ধর্ণায় ফুলপুরের সপা সাংসদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2018 11:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -