বেরিলি: উত্তরপ্রদেশের বেরিলি জেলার নবাবগঞ্জ এলাকায় ২ বোনকে পুড়িয়ে মারার চেষ্টা করল দুষ্কৃতীরা। গতকাল রাতে তারা যখন ঘুমোচ্ছিল, তখন তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৮ বছরের গুলশনের অবস্থা গুরুতর, তার বোন ১৭ বছরের ফিজার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে,দুই বোন এক বিছানায় যখন ঘুমোচ্ছিল, তখন দুষ্কৃতীরা তাদের ঘরে ঢোকে। বিছানায় পেট্রোল ছিটিয়ে দেয় তারা। তারপর ঘুমন্ত মেয়েদুটির গায়ে আগুন জ্বালিয়ে দেয়। চিৎকারে উঠে পড়েন বাড়ির লোক। তাঁরাই হাসপাতালে নিয়ে যান দুই বোনকে। ফিজা জানিয়েছে, কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। তাদের ঘুম ভাঙতে পালায় দুষ্কৃতীরা। তারা কারও মুখ দেখতে পায়নি। গুলশন ও ফিজার মা বলেছেন, তাঁদের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। তাই কারা এমন কাজ করল বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।