নয়াদিল্লি: উত্তরপ্রদেশের একটি গ্রামে মহিলাদের প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। নিষেধাজ্ঞা অমান্য করলে বিশাল অঙ্কের জরিমানা হবে। পুরুষদের সঙ্গে যাতে মহিলাদের সম্পর্ক না থাকে, সেটা নিশ্চিত করার জন্যই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উত্তরপ্রদেশের মথুরার সংখ্যালঘু অধ্যুষিত মাদোরা গ্রামে মহিলাদের মোবাইল ফোন ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক অরুণ কুমার সিংহ বলেছেন, খাপ পঞ্চায়েত মহিলাদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই ধরনের নির্দেশ সংবিধান-বিরোধী। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।
খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল ফোন অবিবাহিত মেয়েদের পালিয়ে গিয়ে বিয়ে করতে সাহায্য করছে। মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিলে অবিবাহিত মেয়েরা আর পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। প্রকাশ্যে যদি কোনও মহিলাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়, তাহলে ২১ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া গো-হত্যা এবং মদ চোরাচালান করলেও জরিমানা দিতে হবে বলে জানিয়েছে খাপ পঞ্চায়েত। পুলিশ জানিয়েছে, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে খাপ পঞ্চায়েত ব্যবস্থা নিলে বাধা দেওয়া হবে না। কিন্তু মহিলাদের স্বাধীনতা খর্ব করা হলে মেনে নেওয়া হবে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পালিয়ে বিয়ে ঠেকাতে উত্তরপ্রদেশের গ্রামে মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
Web Desk, ABP Ananda
Updated at:
03 May 2017 03:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -