লখনউ: কাল উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে। মউ, গোরক্ষপুর, মহারাজগঞ্জ, কুশিনগর, দেওরিয়া, আজমগড় ও বালিয়া জেলার ৪৯ আসনে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুলায়ম সিংহ যাদবের লোকসভা কেন্দ্র আজমগড়ের ১০টি আসন। ২০১২ সালের নির্বাচনে এই ১০টি আসনের মধ্যে ৯টি আসনে জয়লাভ করেছিল সপা। কিন্তু এবার এই কেন্দ্রে একটিও জনসভা বা প্রচার করেননি মুলায়ম। ফলে প্রচারে কিছুটা পিছিয়ে ছিল সপা। তবে তা সত্ত্বেও এখানে সপা-কংগ্রেস জোট ভাল লড়াই করবেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আজমগড়ের পাশাপাশি কালকের নির্বাচনে নজর থাকবে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর এবং জেলবন্দি দাগি বিধায়ক মুখতার আনসারির কেন্দ্র মউ।

কালকের নির্বাচনে মোট ৬৩৫ জন প্রার্থী লড়াই করবেন। মোট ভোটারের সংখ্যা ১.৭২ কোটি।