লখনউ: ফাঁড়িতে ঢুকে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে চড় মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর।


খবরে প্রকাশ, বরেলির স্থানীয় বিজেপি শাখায় পদাধিকারী জ্যোতি মিশ্র। মঙ্গলবার রাত ৯টা নাগাদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পুলিশে আটক করা এক ব্যক্তিকে ছাড়াতে যান তিনি।


অভিযোগ, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবি তোলেন জ্যোতিরা। এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক কনস্টেবলকে চড় মারছেন জ্যোতি।


[embed]https://twitter.com/ANINewsUP/status/964038639683502080[/embed]

পরে, জ্যোতির সঙ্গীরাও বিপিন চৌহান নামে ওই কনস্টেবলকে মারধর করে। এই ঘটনায় নিগৃহীত কনস্টেবল জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এবার পদক্ষেপ নেওয়া তাঁদের বিষয়।


এই ঘটনায় অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এই নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত জ্যোতি। তবে, স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁকেই সমর্থন করেন। জেলা সভাপতি উমেশ কাথেরিয়ার অভিযোগ, বিজেপি ও স্থানীয় মানুষের বিরুদ্ধে কাজ করছে পুলিশ।