মুজফফরনগর: ফের উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধেয় দিল্লি-দেহরাদূন জাতীয় সড়কে এক মহিলার তিন বছরের সন্তানকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই মহিলাকে চলন্ত গাড়িতে দুই দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ।
২৬ বছরের ওই মহিলার সন্তানকে গ্রামবাসীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। শিশুটি বিপন্মুক্ত বলে জানিয়েছে পুলিশ।
দুষ্কৃতীরা মহিলাকে চাপার এলাকায় গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন, এসপি (শহর) ওমবীর সিংহ।
ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সিংহ।
নির্যাতিতার অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে আর কে মেহতা নামে এক অভিযুক্ত তাঁকে ডেকে পাঠায়। এরপর তাঁকে মাদক মেশানো তরল খাইয়ে মেহতা ও তার বন্ধু তাঁকে ধর্ষণ করে বলে ওই মহিলার অভিযোগ। জ্ঞান ফেরার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।