অবৈধ কসাইখানায় নিষেধাজ্ঞার জেরে গোমাংসের যোগানে টান উত্তরপ্রদেশের দুই চিড়িয়াখানায়
ABP Ananda, web desk | 31 Jul 2017 07:46 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি : গোমাংস নিয়ে দেশজুড়ে গৈরিক শিবিরের শোরগোল চলছে। এরইমধ্যে উত্তরপ্রদেশের দুটি চিড়িয়াখানায় মাংসাশী জন্তুদের পাতেও পড়েছে কোপ। দৈনন্দিন মেনুতে জুটছে না গোমাংস। কারণ, উত্তরপ্রদেশে অবৈধ কসাইখানাগুলির ওপর সরকারি নিষেধাজ্ঞা। রাজ্যসভায় এক লিখিত জবাবে এ কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী বর্ষ বর্ধন সংসদের উচ্চকক্ষে এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, লখনউ ও কানপুরের দুটি চিডিয়াখানা ছাড়া দেশের আর কোনও চিড়িয়াখানায় মাংসাশী পশুজন্তুদের খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, লখনউয়ের নবাব ওয়াজিদ আলি শাহ জুলজিক্যাল গার্ডেন এবং কানপুরের জুলজিক্যাল পার্কের পশুজন্তুদের গোমাংস দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। মোষের মাংসর পরিবর্তে তাদের ছাগলের মাংস দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর যোগী আদিত্যনাথ সরকার বেআইনি কসাইখানাগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, গো-পাচার সংক্রান্ত নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবত্ করেছে।