নয়াদিল্লি: ফের সামনে ঘুষদানের আর একটি স্টিং ভিডিও। আরও বেশ খানিকটা গাড্ডায় উত্তরাখণ্ডের অপসারিত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। স্থানীয় চ্যানেল সমাচার প্লাস সম্প্রচার করেছে ওই ভিডিও। তাতে দেখানো হয়েছে, কংগ্রেস বিধায়ক মদন সিংহ দাবি করছেন, দলের বিধায়করা যাতে বিদ্রোহ না করেন তা নিশ্চিত করতে হরিশ রাওয়াত ১২ বিধায়কের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ঘুষ দিয়েছেন। রাওয়াত নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন ২৭ কোটি টাকা রোজগার করেছেন বলেও ভিডিওয় দাবি করেছেন মদন সিংহ।

মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় আস্থাভোট। তার ঠিক দু’দিন আগে এমন একটি স্টিং ভিডিও প্রকাশ্যে আসায় রীতিমতো উজ্জীবিত বিজেপি। তারা অভিযোগ করেছে, চেয়ার বাঁচাতে হরিশ রাওয়াত সব কিছু করতে রাজি, এমনকী নিজের দলের বিধায়কদের ঘুষ দিতেও আপত্তি নেই। যদিও রাওয়াত দাবি করেছেন, বিজেপি তাঁর ওপর চরবৃত্তি করছে, ব্ল্যাকমেল করছে কংগ্রেস বিধায়কদের। তাঁর আরও দাবি, আস্থাভোটে তিনিই জিতবেন, তারপর ব্ল্যাকমেলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মার্চের শেষে ৯জন কংগ্রেসি বিধায়ক রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ করেন, ফলে টালমাটাল হয়ে পড়ে রাজ্যের কংগ্রেস সরকার। সে সময় একটি স্টিং ভিডিওয় দেখানো হয়, বিদ্রোহী বিধায়কদের কেনার জন্য হরিশ রাওয়াত দালালের মাধ্যমে তাঁদের টাকার অফার করছেন। বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত চলছে। তার মধ্যেই আরও এক ভিডিওর হুল কংগ্রেসকে জেরবার করে দিল।