উত্তরাখণ্ডে হতে পারে শক্তিপরীক্ষা, ভাবছে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2016 03:09 AM (IST)
নয়াদিল্লি: উত্তরাখণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে কেন্দ্র। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শর পর অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানালেন এ কথা। উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনের বিষয়টি মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি দীপক মিশ্র ও শিবকীর্তি সিংহের বেঞ্চ বিধানসভায় শক্তিপরীক্ষার জন্য কেন্দ্রকে পরামর্শ দেয়। সেই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, শীর্ষ আদালতের পরামর্শের কথা তিনি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে ভাবছে। শুক্রবারের মধ্যেই সুপ্রিম কোর্টকে এ ব্যাপারে কেন্দ্রের অবস্থান জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে কেন্দ্র জানিয়েছিল, এখনই উত্তরাখণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষায় তাদের সায় নেই। কিন্তু সুপ্রিম কোর্টের পরামর্শের পর সম্ভবত অবস্থান বদলাচ্ছে তারা।