দেহরাদুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ যাত্রা নিয়ে বিরোধীদের ব্যঙ্গ-বিদ্রূপ, কটাক্ষে ক্ষু্ব্ধ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত বললেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাঁদের চ্যালেঞ্জ করেছেন মোদি যে গুহায় ধ্যানে বলেছিলেন, সেখানে একটা দিন কাটানোর জন্য।
রাওয়াতের অভিমত, এক্সিট পোলে মোদিই ক্ষমতায় ফিরছেন বলে পূর্বাভাস দেওয়ায় হতাশা থেকেই বিরোধী দলগুলি তাঁর কেদারনাথ যাত্রা, ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করছে। তিনি বলেন, একটি মিডিয়া হাউস প্রধানমন্ত্রীর ধ্যানে বসার গুহায় যাবতীয় অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত ছিল বলে জানিয়েছে। ওদের আমি ওই গুহা দর্শন, সেখানে একটি দিন কাটানোর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা থাকার সব ব্যবস্থা করে দেব।
লোকসভা নির্বাচনে বিজেপি-এনডিএ ৩০০-র বেশি আসন পাবে বলেও দাবি করেন রাওয়াত।
রবিবার শেষ দফার ভোটগ্রহণের আগের দিন কেদারনাথ যান মোদি, সেখানকার গুহায় কয়েক ঘন্টা ধ্যান করেন। পরদিন বদ্রীনাথ গিয়ে পুজো দেন। কিন্তু প্রধানমন্ত্রীর কেদারনাথ, বদ্রীনাথ দর্শন ফলাও করে মিডিয়ায় সম্প্রচার হওয়ায় মডেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। যদিও মোদি সফরের আগে কমিশনের অনুমতি চেয়েছিলেন, তাঁর আবেদন মঞ্জুরও হয়েছিল।