অতিথিদের চা, জলখাবারে এখনও পর্যন্ত ৬৮ লাখ টাকা উড়িয়ে দিয়েছে উত্তরাখণ্ড সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2018 11:33 AM (IST)
দেরাদুন: উত্তরাখণ্ডের ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত সরকার অতিথিদের চা, জলখাবারের পিছনে সরকারি কোষাগার থেকে ৬৮ লাখ টাকা খরচ করেছে। তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে এ খবর। গত বছর ১৮ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। দেখা যাচ্ছে, তারপর থেকে অতিথিদের চা, জলখাবার খাওয়াতে ৬৮ লাখ টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে। পুরোটাই গিয়েছে সাধারণ মানুষের পকেট থেকে। এ ব্যাপারে জানতে চেয়ে তথ্যের অধিকার আইনের আওতায় আবেদন করেন নৈনিতালের আরটিআই আন্দোলনকারী হেমন্ত সিংহ গৌনিয়াং। ২২ জানুয়ারি সচিবালয় জানিয়েছে, অতিথিদের চা, জলখাবারে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৬৮,৫৯,৮৬৫ টাকা। মানে প্রতিদিন প্রায় ২২,০০০ টাকা এই খাতে খরচ করা হয়েছে।