উত্তরাখণ্ড: 'মোবাইলে গেম বা ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ নষ্ট হচ্ছে'। উত্তরাখণ্ডের ডিগ্রি কলেজগুলিতে মোবাইল নিষিদ্ধ করার প্রস্তাব রাজ্য সরকারের।
রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত জানান, কলেজের ক্লাসরুমে মোবাইল নিয়ে যাওয়া বন্ধ হলে তার ফল পাওয়া যাবে খুব শীঘ্রই। তিনি সরকারের কাছে আর্জি জানান, জনমত জানতে ডিগ্রি কলেজগুলিতে একটি ওপিনিয়ন পোল তৈরী করার জন্য। কলেজে পড়ুয়াদের মোবাইল নিয়ে যাওয়ার পক্ষে বা বিপক্ষে মত দেওয়া যাবে এই ওপিনিয়ান পোল-এ। রাওয়াত বলেন, 'যদি বেশীরভাগ পড়ুয়ারা ওপিনিয়ন পোলের মাধ্যমে সম্মতি জানায়, তাহলে কলেজগুলিতে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করতে পদক্ষেপ নেবে সরকার। যদি প্রয়োজন হয় যে যে অঞ্চলে কলেজ রয়েছে সেই সেই অঞ্চলে জ্যামার লাগানোর কথাও ভাববে সরকার। এতে মোবাইলের সিগন্যাল ব্যাহত হবে।'
রাওয়াত জানান, মোবাইলে গেম বা ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে পড়াশোনার জন্য সময় দিতে পারছে না পড়ুয়ারা। তাই ক্লাসরুমের বাইরে মোবাইল গেলেই ফিরবে পড়াশোনার প্রতি মনোযোগ। বেশীরভাগ পড়ুয়াই যে মোবাইল নিষিদ্ধ করার পক্ষেই মত দেবেন এ ব্যাপারেও আত্মবিশ্বাসী রাওয়াত।
এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেন ছাত্র-ছাত্রীরা। অনেকেই তুলে ধরেন মোবাইলের অগাধ প্রয়োজনীয়তার কথা। 'মোবাইল থাকলে পড়ুয়ারা বিশেষ করে মেয়েরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনও জায়গা থেকে। এর ফলে সুরক্ষা নিশ্চিত হয় অনেকটাই।' মত জনৈক ছাত্রীর।
গেম-ইন্টারনেট নয়, 'মনোনিবেশ' করতে হবে পড়াশোনায়, উত্তরাখণ্ডের কলেজে মোবাইলে নিষিদ্ধ করার প্রস্তাব সরকারের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2020 11:21 PM (IST)
মোবাইলে গেম বা ইন্টারনেট সার্ফিং করতে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ নষ্ট হচ্ছে। উত্তরাখণ্ডের ডিগ্রি কলেজে মোবাইল নিষিদ্ধ করার প্রস্তাব রাজ্য সরকারের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -