নয়াদিল্লি: উত্তরাখণ্ডে ভোটের আগে বড়সড় সাফল্য বিজেপির। প্রবীণ কংগ্রেস নেতা নারায়ণ দত্ত তিওয়ারি  ছেলে রোহিত শেখরকে সঙ্গে নিয়ে যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহর উপস্থিতিতে দলে যোগ দিলেন নবতিপর তিওয়ারি। অবিভক্ত উত্তরপ্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিওয়ারি। এছাড়াও ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।
১৯৮৬-৮৭ তে কেন্দ্রে রাজীব গাঁধী সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এনডি তিওয়ারি। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল থাকার পর যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ইস্তফা দিতে হয় তাঁকে।
৯১ বছরের তিওয়ারি উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকা থেকে ছেলে রোহিতকে প্রার্থী করার জন্য বিজেপি নেতৃত্বের কাছে আর্জি জানিয়েছেন বলে খবর। তাঁর আর্জিতে দল রাজিও হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, তিওয়ারিকে তাঁর জন্মদাতা হিসেবে দাবি করে রোহিত ২০১৩-তে মামলা দায়ের করেন রোহিত। তাঁর দাবি ছিল, উজ্জ্বলা শর্মা ও তিওয়ারি তাঁর মা-বাবা। প্রাথমিকভাবে এই দাবি অস্বীকার করেন তিওয়ারি। তিনি ডিএনএ পরীক্ষা করতে রাজি ছিলেন না। পরে ওই পরীক্ষায় প্রমাণিত হয়, রোহিত তাঁরই সন্তান। ২০১৪-তে দিল্লি হাইকোর্ট এ ব্যাপারে নির্দেশ ঘোষণা করে।


উত্তরাখণ্ডের ভোটে ব্রাহ্মণদের সমর্থন পেতে তিওয়ারির যোগদান বিজেপির পক্ষে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।