নয়াদিল্লি: উত্তরাখণ্ডে চিতাবাঘ একটি সাত বছরের শিশুকে মেরে ফেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রায় আট হেক্টর জায়গাজুড়ে থাকা জঙ্গল পুড়িয়ে দিলেন। এমন ঘটনা ঘটেছে বাঘেশ্বর জেলায়। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়েছে।
গত সোমবার সন্ধেয় হরিনাগ্রি গ্রামের শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিল। তাঁর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ই শিশুটিকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় একটি চিতাবাঘ। প্রধান বনরক্ষক বিপি গুপ্তা।
পরের দিন সকালে জঙ্গলের ২৫০ মিটার গভীরে গ্রামবাসী শিশুটির অর্ধভূক্ত দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বাঘেশ্বারের ডিএফও আরকে সিংহকে উদ্ধৃত করে গুপ্তা জানিয়েছেন, প্রায় চার থেকে পাঁচ হাজার গ্রামবাসী বন পঞ্চায়েত জমির প্রায় আট হেক্টর এলাকায় আগুন ধরিয়ে দেন।
গ্রামবাসীরা বহিরাগতদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ায় আগুন নেভানো যায়নি। গত মার্চে ওই চিতাবাঘটিই আরও একটি চার বছরের শিশুকে মেরে ফেলেছিল বলে গ্রামবাসীদের দাবি।
সরকারি আধিকারিকরা বলছেন, নিজেদের বাঁচাতে গ্রামবাসীরা চিতাবাঘের আস্তানা ধ্বংস করার জন্য জঙ্গলে আগুন ধরিয়ে দেন বলে মনে করা হচ্ছে।
গুপ্তা জানিয়েছেন, ওই চিতাবাঘটিকে নরখাদক ঘোষণা করা হয়েছে এবং সেটিকে মেরে ফেলার নির্দেশও জারি হয়েছে।