মোরাদাবাদ :উত্তরপ্রেদেশের মোরাদাবাদে স্নানের সময় প্রতিবেশী এক ১৩ বছরের কিশোরীর ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ। জানা গেছে, ওই কিশোরী যখন বাথরুমে স্নান করছিল তখন গোপনে নিজের মোবাইলে ভিডিও ক্লিপ তৈরি করে প্রতিবেশী এক যুবক। এরপর ওই ক্লিপ দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে। তার কথা না শুনলে ওই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সে।
শেষপর্যন্ত কিশোরীর পরিবারের লোকজনকে সব কথা জানায়। তাঁরা ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে কান্ত থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভিডিও তোলার পর ওই যুবক ব্ল্যাকমেল করতে শুরু করে। সে ওই কিশোরীর শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু সীমা ছাড়ালে কিশোরী বাধ্য হয়ে পরিবারের লোকজনকে জানায়। তাঁরাও প্রথমে ওই যুবককে বোঝানোর চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত ভিডিও ক্লিপ ডিলিট করতে অস্বীকার করলে তাঁরা পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হন। পুলিশ তথ্যপ্রযুক্তি আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
আসলে ওই কিশোরীর বাড়ির লাগোয়া বাড়িতেই থাকে ওই যুবক। এরই সুযোগ নিয়ে সে গোপনে ভিডিও তোলে।