নয়াদিল্লি: গত বছর নানা মহলের আপত্তি উড়িয়ে ল্যুটিয়েন বাংলো জোনে ঔরঙ্গজেব রোডের নাম বদলে নতুন নামকরণ হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে।

এবার ল্যুটিয়েন জোনে মুঘল সম্রাট আকবরের নামাঙ্কিত আকবর রোডের নাম বদলের দাবি তুললেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংহ। আকবরকে মুছে তার নতুন নামকরণ হোক মেওয়ারের শাসক মহারানা প্রতাপের নামে, এই মন্ত্রীর ইচ্ছা। ১৬ শতকের রাজপুত শাসককেই প্রকৃত ধর্মনিরপেক্ষ, জনতার নেতা বলেছেন তিনি। তাঁর মতে, মহারানা প্রজন্মের পর প্রজন্মকে উদ্ধুব্ধ করে গেলেও প্রাপ্য মর্যাদা পাননি।



ভি কে সিংহ কেন্দ্রীয় নগরোয়ন্নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়ে বলেছেন, আমি দেখছি, ইতিহাসের এক ব্যক্তিত্ব, মহারানা প্রতাপ পরের পর প্রজন্মকে প্রাণিত করেও অবহেলিত রয়ে গিয়েছেন। আপনি হয়ত অবগত আছেন যে, শুধু প্রবল পরাক্রমী মুঘল সম্রাট আকবরকে ঠেকাতেই বড় ভূমিকা নেননি, প্রকৃত অর্থেই তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ, মানুষের লোক। তাই আকবর রোড বা ল্যুটিয়েন জোনের আর কোনও রাস্তার নাম তাঁর নামে রেখে ভারত মাতার এই মহান সন্তানকে যাতে সম্মান জানানো হয়, সেই আবেদনই করছি। মহারানার নামে রাস্তার নাম রাখা হলে তাঁর সাহস, শৌর্য ও ভারতের গরিমার সূচক ধর্মনিরপেক্ষতাকে মর্যাদা দেওয়া হবে।

ভি কে সিংহ এও লিখেছেন, আমার মনে হয়, মহারানা প্রতাপ ও ছত্রপতি শিবাজীর মতো বিরাট মানুষদের এখনও যতটা সম্মান আমরা দিয়েছি, তার অনেক বেশি প্রাপ্য তাঁদের।