নয়াদিল্লি: ২০১২-য় কেন্দ্রে দ্বিতীয় ইউপিএ সরকারের জমানায় সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল বলে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন কেন্দ্রীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ।
সম্প্রতি প্রকাশিত এক মিডিয়া রিপোর্টে অভিযোগ করা হয়, ২০১১-১২য় ভি কে সিংহের নেতৃত্বাধীন সেনাবাহিনী তত্কালীন মনমোহন সিংহ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘অভ্যুত্থানে’র চক্রান্ত করেছিল, দ্বিতীয় ইউপিএ সরকারের কিছু নেতা এহেন তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। এ নিয়ে আজ প্রতিক্রিয়া দিয়ে ভি কে সিংহ বলেন, ভারতীয় সেনাবাহিনী দেশকে ভালবাসে, কখনই তার বিরুদ্ধে কিছু করতে পারে না।
ইউপিএ-২ আমলের ওই নেতাদের নাম প্রকাশ্যে আনার জন্য তদন্তের দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চিঠি দিয়েছেন বলে জানান ভি কে সিংহ। বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে বিস্তারিত তদন্তের দাবি করেছি যাতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এইসব লোকের চেহারাগুলি সবাই দেখতে পান।
ভি কে সিংহ জানান, ২০১২ সালেই তিনি বিষয়টি তুলেছিলেন। সামরিক ‘অভ্যুত্থানে’র অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়ে তত্কালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন, দাবি করেছিলেন, এমন গুজব যারা ছড়াচ্ছে, তাদের রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করতে হবে। তিনি বলেন, ২০১২-য় পরিষ্কার বলেছিলাম, ভারতীয় সেনাবাহিনী কখনও কোনও অসাংবিধানিক কাজ করবে না। তত্কালীন সেনাপ্রধান এ কে অ্যান্টনিও এ কথা সমর্থন করেছিলেন। সশস্ত্র বাহিনীকে এমন ধরনের ব্যাপারে অভিযুক্ত করা যায় না। ২০১২-য় স্বরাষ্টমন্ত্রকে চিঠি দিলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এবার সত্যিটা বেরিয়ে পড়ল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
২০১২-য় সেনা ‘অভ্যুত্থানে’র চেষ্টার মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ: সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চেয়ে মোদিকে চিঠি ভি কে সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2019 08:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -