পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী, বিক্ষোভ, ভাঙচুর বিরোধী গোষ্ঠীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2016 02:17 PM (IST)
পুদুচেরি: পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি নারায়ণস্বামী। শনিবার সর্বসম্মতভাবে তিনি বিধানসভায় কংগ্রেসের নেতা নির্বাচিত হয়েছেন। পুদুচেরির দশম মুখ্যমন্ত্রী হতে চলেছেন নারায়ণস্বামী।
নতুন মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হওয়ার পরেই তাণ্ডব শুরু করেছেন পুদুচেরির প্রদেশ কংগ্রেস সভাপতি এ নমশিবায়মের সমর্থকেরা। তাঁরা পুদুচেরি থেকে চেন্নাই যাওয়ার রাস্তা ইস্ট কোস্ট রোডে অন্তত ১০টি বাস ভাঙচুর করেছেন। আরও কয়েকটি গাড়িও আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার জেরে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ, ভাঙচুর থামাতে পুলিশ লাঠিচার্জ করে। একজন চিত্র সাংবাদিক সহ বেশ কয়েকজন জখম হয়েছেন।
নমশিবায়মের সমর্থকদের দাবি, নারায়ণস্বামী নিজেই বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। কিন্তু নির্বাচনে দল জেতার পর কলকাঠি নেড়ে এখন বিনা বিরোধিতায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন।
এর আগে এদিন পুদুচেরির মুখ্যমন্ত্রী নির্বাচন করা নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। এই বৈঠকে হাইকম্যান্ডের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক। বৈঠকের পর শীলা বলেছেন, নমশিবায়ম মুখ্যমন্ত্রী হিসেবে নারায়ণস্বামীর নাম প্রস্তাব করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি বৈথিলিঙ্গম এই প্রস্তাব সমর্থন করেন। সর্বসম্মতিতে এই প্রস্তাব পাশ হয়ে যায়।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং সহ সভাপতি রাহুল গাঁধী ফোন করে নারায়ণস্বামীকে অভিনন্দন জানিয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -