নয়াদিল্লি: ৫ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ওইদিনই ফল ঘোষণা। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে ১৮ জুলাই। উপ রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট রয়েছে এনডিএ-র হাতে।  লোকসভা ও রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মিলিয়ে সদস্য সংখ্যা ৭৭৬। এর মধ্যে এনডিএ-র সমর্থনে ৪০০-র বেশি সাংসদ। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনে কোনও দল হুইপ জারি করতে পারে না।


সূত্রের খবর, উপ রাষ্ট্রপতি এনডিএ-র পছন্দের প্রার্থী তালিকায় রয়েছেন বেঙ্কাইয়া নাইডু, আনন্দীবেন পটেল ও হুকুমদেব নারায়ণ যাদব। দৌড়ে এগিয়ে মোদী ঘনিষ্ঠ আনন্দীবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ অগাস্ট শেষ হচ্ছে বর্তমান উপ রাষ্ট্রপতি হামিদ আনসারির কার্যকালের মেয়াদ।