ভদোদরা: করোনা পজিটিভ চোর, আটক করতে গিয়ে সংক্রামিত পুলিশ! ঘটনাটি ভদোদরার দাভোই থানার অন্তর্গত এলাকার। পান মশলা চুরির অভিযোগে আটক করা হয় বছর ৫২-র এক ব্যক্তি ও তার সঙ্গীকে। আটক করার পরে স্বাস্থ্যপরীক্ষায় জানা যায় করোনা পজিটিভ ওই প্রৌঢ়।
পুলিশ সূত্রে খবর, টিমবি গ্রামের একটি রেললাইনের ধারের একটি দোকান থেকে প্রায় ৪২৬৫ টাকার পানমশলা চুরি করে পালিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ঘটনায় ওই দোকানের মালিক চুরির অভিযোগ দায়ের করেন দাভোই থানায়। তার ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
ডেপুটি পুলিশ সুপার কালপেশ সোলাঙ্কি বলেন, 'নিয়ম অনুযায়ী ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাঁদের মধ্যে একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিদের আটক করতে যে যে পুলিশ কনস্টেবেল গিয়েছিলেন তাঁদেরও স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়। চারজনের রিপোর্ট নেগেটিভ আসলেও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন প্রধান পুলিশ কনস্টেবেল। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।'
জেলার স্বাস্থ্য আধিকারিক উদয় তিলাভট জানান, ওই প্রৌঢ় কোথা থেকে সংক্রামিত হয়েছিলেন তা খুঁজে বার করার চেষ্টা চলছে। অভিযুক্ত প্রৌঢ় যে এলাকায় বসবাস করতেন সেই এলাকার ১৫০ টি বাড়ি ও ৬০০ মানুষকে নজরে রাখা হয়েছে। আশেপাশের সাতটি এলাকাকে 'বাফার জোন' হিসাবে চিহ্নিত করা হয়েছে।
করোনা আক্রান্ত চোর! আটক করতে গিয়ে সংক্রামিত পুলিশ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 03:00 PM (IST)
করোনা পজিটিভ চোর, আটক করতে গিয়ে সংক্রামিত পুলিশ! ঘটনাটি ভদোদরার দাভোই থানার অন্তর্গত এলাকার। পান মশলা চুরির অভিযোগে আটক করা হয় বছর ৫২-র এক ব্যক্তি ও তার সঙ্গীকে। আটক করার পরে স্বাস্থ্যপরীক্ষায় জানা যায় করোনা পজিটিভ ওই প্রৌঢ়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -