গাঁধীনগর: গুজরাতে বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে কংগ্রেসকে বিরাট ধাক্কা দিয়ে দল ছাড়লেন শঙ্কর সিংহ বাঘেলা।
শুক্রবার নিজের ৭৭-তম জ্ন্মদিনে গুজরাতের এই অন্যতম শীর্ষ কংগ্রেস নেতা সনিয়া গাঁধীকে বড় আঘাত দিতে চলেছেন বলে সকাল থেকেই জল্পনা চলছিল। তাঁকে ২৪ ঘন্টা আগে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে বলে দুপুরে ঘোষণা করেন তিনি।
বাঘেলার দাবি, তিনি জন্মদিনে পাছে দলকে অস্বস্তিতে ফেলার মতো কিছু করে বসেন, এই ভয়েই তাঁকে বহিষ্কারের পথে হাঁটল কংগ্রেস নেতৃত্ব। তবে জন্মদিন পালনের অনুষ্ঠানে তিনিও দল ছাড়ছেন বলে জানিয়ে বাঘেলা মন্তব্য করেন, আজ নিজেকে কংগ্রেস থেকে মুক্ত করলাম, কংগ্রেসকেও মুক্তি দিলাম।
২০ বছর আগে বিজেপি ছেড়ে রাষ্ট্রীয় জনতা পার্টি (আরজেপি) গড়েন বাঘেলা। কংগ্রেসে নিজের দলকে মিশিয়ে দেওয়ার আগে ১৯৯৬ সালে সরকারের নেতৃত্বও দেন।
কংগ্রেস ছাড়ার পর এই প্রাক্তন আরএসএস কর্মীর বিজেপিতে ফেরার জল্পনা মাথাচাড়া দিলেও তিনি জানিয়েছেন, বিজেপিতে যাচ্ছেন না, তবে রাজনীতি থেকেও বিশ্রাম নিচ্ছেন না। রাজনৈতিক মহলের অনুমান, সরাসরি বিজেপিতে না ঢুকেও নিজের আলাদা দল গড়ে কোনও কংগ্রেস ও বিজেপি-বিরোধী মোর্চা খুলতে পারেন বাঘেলা।
তবে তাঁর দলত্যাগে কংগ্রেসের গুজরাতে নভেম্বর, ডিসেম্বরে আসন্ন বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিন হয়ে উঠতে চলেছে। উত্তর গুজরাতে নাকি বাঘেলার বড় প্রভাব আছে।
বেশ কিছুদিন ধরেই দলের ভিতরে নানা ব্যাপারে খুশি ছিলেন না বাঘেলা। তাঁকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কেন দলীয় হাইকমান্ড বিধানসভা ভোটের প্রচারে নামতে আগ্রহ দেখাচ্ছে না, এটা ছিল তাঁর একটা ক্ষোভের হেতু। সাম্প্রতিক প্রদেশ কংগ্রেসের বৈঠকে যাচ্ছিলেন না, এমনকী নিজের অসন্তোষ প্রকাশ করতে ট্যুইটারে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে আনফলোও করে বসেন। শেষ পর্যন্ত দল থেকেই বেরিয়ে গেলেন।
গুজরাত কংগ্রেস গতকালও অস্বস্তিতে পড়েছে ৫৭ জন দলীয় বিধায়কের অন্তত ৮জন বিরোধী শিবিরের প্রার্থী মীরা কুমারের বদলে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছেন বলে জানাজানি হওয়ায়। তার মধ্যেই বিদায় নিলেন বাঘেলা।
তিনি আজই কংগ্রেস সভানেত্রীকে গুজরাত বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফার চিঠি পাঠিয়ে দিচ্ছেন।
বাঘেলা বলেন, অনেক ভেবেচিন্তে এই দুঃখজনক সিদ্ধান্ত নিলাম। কিন্তু অন্য রাস্তাও ছিল না। কেননা আমি কংগ্রেস রাজ্য নেতাদের আগামী ভোটে বিজেপিকে পাল্লা দিতে হোমওয়ার্ক করতে বললাম, আর ওঁরা জোট বাঁধলেন আমায় দল থেকে তাড়াতে।
তিনি দাসখত লিখে দেওয়া শ্রমিক নন, দাবি করে বাঘেলা অভিযোগ করেন, কংগ্রেস গুজরাতে জেতার সুবিধা করে দেওয়ার বিনিময়ে বিজেপির থেকে সুপারি নিয়েছে। নিজেরা বিজেপির বিরুদ্ধে লড়বে না, যারা চায়, তাদেরও লড়তে দেবে না।
কংগ্রেস অবশ্য বাঘেলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
গুজরাতে কংগ্রেসকে ধাক্কা দিয়ে দল ছাড়লেন বাঘেলা, জানালেন, বিজেপিতে ফিরছেন না
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jul 2017 07:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -