নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের আগে ফের সংরক্ষণ সংক্রান্ত বিতর্ক উস্কে দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) নেতা মনমোহন বৈদ্য। বিহারে ভোটের আগে ঠিক যেভাবে আরএসএস প্রধান মোহন ভাগবত সংরক্ষণ নীতির পর্যালোচনার কথা বলেছিলেন, ঠিক সেভাবেই সংগঠন প্রচার শাখার প্রধান বৈদ্য বি আর আম্বেডকরকে উদ্ধৃত করে বললেন, চিরদিন সংরক্ষণ চালিয়ে যাওয়াটা ভালো নয়। বৈদ্য বলেছেন, প্রত্যেকে যাতে সমান সুযোগ পায় সেজন্য যত শীঘ্র সম্ভব সংরক্ষণ তুলে দেওয়া দরকার। জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস মুখপাত্র বৈদ্য বলেছেন, সংরক্ষণ চালিয়ে গেলে ভেদাভেদ বাড়বে। যে কোনও রাষ্ট্রেরই উচিত এই ভেদাভেদ দূর করা। প্রত্যেকেরই সমান সুযোগ পাওয়া দরকার।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে বৈদ্যের এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস ও বিএসপি বলেছে, ভোটারদের মেরুকরণ করতে এবং জাতপাতের ভিত্তিতে ভোট পেতে যে কোনও নির্বাচনের আগেই এ ধরনের কথা বলেন আরএসএস ও বিজেপি নেতৃত্ব।
বিরোধীদের আক্রমণের মুখে বৈদ্য পরে সুর নরম করে বলেছেন, যতদিন বৈষম্য থাকবে ততদিন সংরক্ষণ থাকা উচিত। যাঁদের জন্য সংক্ষরণ তাঁদের কাছে এর সুফল কেন পৌঁছয়নি, সে ব্যাপারে তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।
সংরক্ষণ তুলে দেওয়া দরকার, আরএসএস নেতার মন্তব্য ঘিরে বিতর্ক
ABP Ananda, web desk
Updated at:
21 Jan 2017 07:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -