নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে নয়াদিল্লির এইমসে ভর্তি করা হল। বিজেপি-র পক্ষ থেকে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। জানা গিয়েছে, এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার পর্যবেক্ষণে আছেন বাজপেয়ী। রুটিন চেক-আপ ও বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


৯৩ বছর বয়সি বাজপেয়ী একাধিকবার প্রধানমন্ত্রী হন। দেশের ইতিহাসে প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে তিনিই নির্ধারিত পাঁচ বছর সরকার চালান। ২০০৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র হারের পর নিজে বিরোধী দলনেতা না হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী লালকৃষ্ণ আডবাণীকে এই দায়িত্ব নিতে বলেন বাজপেয়ী। ২০০৫-এর ডিসেম্বরে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। ২০০৯-এ তাঁর স্ট্রোক হয়। এই ধাক্কা সামাল দিতে পারেননি তিনি। শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে গিয়েছে, তাঁর পক্ষে হাঁটাচলা করা, এমনকী ভালভাবে কথা বলাও সম্ভব হচ্ছে না।