আগরা: শনিবার আলিগড়ের এক স্কুল প্রাঙ্গনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীয়ের ৯২তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য বিজেপি। সেখানেই আলিগড়ের মেয়র শকুন্তলা ভারতী তাঁর বক্তৃতায় হঠাৎ মন্তব্য করে বসেন, 'বাজপেয়ীজি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর স্মৃতি সবসময় আমাদের সঙ্গে থাকবে'। এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। যদিও শকুন্তলা দেবী পরে তাঁর ভুল বুঝতে পেরে শুধরে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টা মুখ ফসকে বেরিয়ে গেছে, তিনি আসলে মদন মহোন মালব্য সম্পর্কে একথা বলতে চেয়েছেন, সেকথাও মেয়র বলেন তাঁর সাফাইয়ে। এবং তিনি এও বলেন তাঁর মন্তব্যের জেরে যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী তিনি।


শনিবার ধর্মজ্যোতি মহাবিদ্যায়লয় স্কুলে মদন মোহন মালব্যর ১৫৫ তম জন্মবার্ষিকী এবং বাজপেয়ীর ৯২ তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শকুন্তলা ভারতী এক বক্তৃতা দিতে দিতে হঠাৎই বাজপেয়ী সম্পর্কে এই বিতর্কিত মন্তব্য করে বসেন। এই ধরনের মন্তব্য সেখানে উপস্থিত বিজেপি প্রতিনিধি এবং অন্য দলের প্রতিনিধিরা কেউই ভাল ভাবে নেননি। এপ্রসঙ্গে আলিগড় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এবং বহুজন সমাজবাদী পার্টির নেতা নরেন্দ্র পচৌরি বলেন, এধরনের মন্তব্য কখনওই গ্রহণযোগ্য নয়। এমনকি তিনি এও বলেন, ভবিষ্যতে শকুন্তলা ভারতীর জনসভায় বক্তৃতা দেওয়াই উচিৎ নয়, যদি তিনি এতটা দায়িত্বজ্ঞানহীন হন।

তবে আলিগড়ের মেয়র এই প্রথম কোনও বিতর্কে জড়ালেন না। এর আগেও তিনি একাধিকবার আলিগড়ে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি অভিযোগ তোলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিফ বিক্রি করা হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেন। এর আগে জুনে ভারতী  এএমইউ কর্তৃপক্ষের বিরুদ্ধে গোহত্যা ও এক মন্দির ধ্বংসের অভিযোগ তোলেন।