নয়াদিল্লি:  আজ ৯৩-এ পা দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। জন্মদিনে নিজের পূর্বসূরীকে শুভেচ্ছা জানালেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি এ.বেঙ্কাইয়া নাইডুও।

মোদী টুইটে তাঁর পূর্বসূরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তাঁর সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উদার মনোভাব দেশকে বিশ্বমঞ্চে এক উচ্চপর্যায়ে নিয়ে গিয়েছিল।





জন্মদিনে বাজপেয়ীয়ের লেখা একটি কবিতা টুইটারে পোস্ট করে বেঙ্কাইয়া লিখেছেন, তিনি আমাদের শিখিয়েছিলেন, কঠিন সময় কীভাবে একজোট হয়ে শক্ত থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

 




বাজপেয়ী লখনউ থেকে লোকসভায় নির্বাচিত হয়ে এসেছিলেন ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালে। প্রসঙ্গত, তিনিই হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি কংগ্রেসি না হয়েও, নিজের প্রধানমন্ত্রীত্বের পূর্ণ মেয়াদ পূরণ করেছিলেন। ১৯২৪ সালে জন্মান বাজপেয়ী। ১৯৪২-এর আন্দোলনের সময় রাজনীতিতে প্রবেশ বাজপেয়ীয়ের। তিনিই হলেন দেশের প্রথম বিদেশমন্ত্রী যিনি হিন্দিতে রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিয়েছিলেন।

এদিকে অটল বিহারী বাজপেয়ীয়ের ৯৩ বছরের জন্মদিনে যোগী আদিত্যনাথ সরকার ৯৩ জন কারাবন্দিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী ৯৩ জঙ্গিকে মুক্তিও দেওয়া হয়েছে আজ।