নয়াদিল্লি: ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস দরজায় কড়া নাড়ছে। চারিদিকে চলছে নানা উপহারের লোভনীয় অফার। তবে অনেক তো প্রেমিক বা প্রেমিকাকে দিলেন গোলাপ, টেডি, চকোলেট বা গয়না। এবার দিন আইফোন অথবা আইপ্যাড। কারণ, অ্যাপেলের তরফে এই প্রেমদিবসকে স্মরণীয় করে রাখতে আইফোন-আইপ্যাডের ওপর দেওয়া হচ্ছে ক্যাসব্যাক অফার।

আইফোন এসই বা আইফোন সিক্সের ওপর সাত হাজার টাকা ক্যাসব্যাকের অফার দিচ্ছে অ্যাপেল। এদিকে ৯.৭ ইঞ্চির আইপ্যাড, আইপ্যাড প্রো, আইপ্যাড মিনি ৪-এর ক্রেতারা দশ হাজার টাকা পর্যন্ত ক্যাসব্যাকের অফার পাচ্ছে।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অ্যাপেল আইফোন সিক্স ও আইফোন এসই-র ক্রেতাদের এই সুবিধা দিচ্ছে। ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট, ক্রেডিট কার্ড বা কনজিউমার ডুরাবেল লোনস-এর মাধ্যমে কেনাকাটা করলে এই বিশেষ সুবিধা পাবেন। তবে এই বিশেষ অফারের সুবিধা এইচডিএফসি ব্যাঙ্কের কর্পোরেট কার্ড হোল্ডাররা পাবেন না। অফার চলবে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত। তবে যেকোনও মুহূর্তে এই অফার বিনা নোটিসে বদলানো বা তুলে নেওয়া হতে পারে।

যে সমস্ত ক্রেতারা এই ক্যাসব্যাক অফারটি পাবেন, তাঁদের চার্জ স্লিপের পিছনে ক্যাসব্যাক কথাটি প্রিন্ট করা থাকবে। যাঁদের চার্জ স্লিপের পিছনে সেটা লেখা থাকবে না, তাঁরা এই ক্যাসব্যাকের সুবিধা পাবেন না। অর্ডার দেওয়ার ৯০ দিনের মধ্যে ক্যাসব্যাক পেয়ে যাবেন ক্রেতারা।