গ্রামবাসীরা জানিয়েছেন, ১৯৯২ সালের অক্টোবরে সর্দার পটেলের এই মূর্তি উদ্বোধন করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। সেই মূর্তির এরকম অবমাননা দেখে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। তাঁরাই মূর্তির উপর থেকে ওই মালা সরিয়ে দেন। গুজরাতে সর্দার পটেলের মূর্তির অবমাননা
Web Desk, ABP Ananda | 21 Mar 2018 08:37 PM (IST)
আমদাবাদ: দেশজুড়ে একের পর এক মণীষীর মূর্তি ভাঙচুর, অবমাননার তালিকায় এবার যুক্ত হল সর্দার বল্লভভাই পটেলের নাম। গুজরাতের গাঁধীনগর জেলার শেরথা গ্রামে গতকাল রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সর্দার পটেলের মূর্তির গলায় নরম পানীয়র খালি বোতল এবং গাছের ডালপালার মালা পরিয়ে দেয়। গ্রামবাসীরা আজ সকালে এই কাণ্ড দেখে পুলিশে খবর দেন। আদালাজ থানার ইন্সপেক্টর জে জি বাঘেলা জানিয়েছেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কারা এই কাণ্ড ঘটিয়েছে, সেটা জানার জন্য ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। এফআইআর-ও করা হবে। ওই মূর্তির কাছে দু’জন হোমগার্ড ও একজন পুলিশ কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে।’