আদালাজ থানার ইন্সপেক্টর জে জি বাঘেলা জানিয়েছেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কারা এই কাণ্ড ঘটিয়েছে, সেটা জানার জন্য ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। এফআইআর-ও করা হবে। ওই মূর্তির কাছে দু’জন হোমগার্ড ও একজন পুলিশ কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে।’
গ্রামবাসীরা জানিয়েছেন, ১৯৯২ সালের অক্টোবরে সর্দার পটেলের এই মূর্তি উদ্বোধন করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। সেই মূর্তির এরকম অবমাননা দেখে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। তাঁরাই মূর্তির উপর থেকে ওই মালা সরিয়ে দেন।