হায়দরাবাদ: ভোটারদের মধ্যে বিলি করার জন্য টাকা তাঁর কোম্পালির বাড়িয়ে লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ দায়ের হওয়ার পর সেখানে তল্লাসি হয়। তার জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তেলঙ্গানার গাজওয়েল বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভানতেরু প্রতাপ রেড্ডি।
পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে পুলিশ নিয়ে রেড্ডির বাসভবনে তল্লাসি চালাতে যায় নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে তৈরি ফ্লাইং স্কোয়াড। কিন্তু রেড্ডি ও তাঁর দলবল তল্লাসি অভিযানে বাধা দিলে বচসা হয়। আচমকা রেড্ডি গায়ে পেট্রল ঢেলে আগুন ধরাতে যান। তবে পুলিশ তাঁর সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।
ডিসিপি (বালনগর জোন) পি ভি পদ্মজা সংবাদ সংস্থাকে বলেন, কর্তব্যরত সরকারি অফিসার ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন রেড্ডি ও তাঁর অনুগামীরা। যদিও তল্লাসিতে কিছুই পাওয়া যায়নি বলেও জানান তিনি।
রেড্ডি ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বিকালে রেড্ডি গাজওয়েলে ভোটের রিটার্নিং অফিসারের দপ্তরের বাইরে অবস্থানে বসেন। অভিযোগ, তাঁর ফোনে আড়ি পাতা ও সমর্থকদের হেনস্থা করা হচ্ছে। পুলিশ অবশ্য তাঁকে তুলে দেয়।
অভিযোগ, ভোটারদের বিলনোর জন্য টাকা লুকিয়ে রেখেছেন বাড়িতে, তল্লাসির সময় গায়ে আগুন দেওয়ার চেষ্টা তেলঙ্গানার কংগ্রেস প্রার্থীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2018 03:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -