নয়াদিল্লি: উত্তরপ্রদেশে প্রথম দু দফার বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি যে তারকা নেতা-নেত্রীদের নামাবে, তাঁদের মধ্যে নেই বরুণ গাঁধী, বিনয় কাটিহার। ৪০ জন বড় মাপের নেতার যে তালিকা তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নাম রয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে না লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীর মতো প্রবীণদের, যদিও জোশী উত্তরপ্রদেশ থেকেই নির্বাচিত লোকসভার সদস্য।

যোগী আদিত্যনাথ, সঞ্জীব বালিয়ান, কলরাজ মিশ্রের মতো রাজ্য নেতারাও তালিকায় রয়েছেন। তালিকায় নাম নেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের। বরুণের মা মানেকা গাঁধীও তারকা প্রচারকারীদের মধ্যে আছেন। পর্যবেক্ষক মহলের মত, বেশ কিছুদিন ধরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক মসৃণ নয় বরুণের। আর যে কাটিহার ছিলেন রামমন্দির আন্দোলনের এককালের বড় মুখ, এখন তিনিই দলে কোণঠাসা।

বিজেপি প্রচারে যে একঝাঁক শীর্ষ নেতা-নেত্রীকে নামাবে, তাঁদের মধ্যে অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, স্মৃতি ইরানি, মুখতার আব্বাস নকভি, মহেশ শর্মা, নিতিন গডকরী, পীযূষ গয়াল, হেমা মালিনী, ভি কে সিংহও আছেন। রাখা হয়েছে স্বাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও।