জয়পুর: ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল রাজস্থানে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। ভারত-পাক সীমান্তে অবস্থিত বিখ্যাত তানোট মাতা মন্দিরে এই যজ্ঞ হবে। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও এই যজ্ঞে যোগ দেবেন বলে জানা গিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী, বিএসএফ ও সাধারণ মানুষের জন্য আগামীকাল এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। জয়সলমীর, বারমের, শ্রী গঙ্গানগর ও বিকানীরে ভারত-পাক সীমান্তে বহু গ্রাম রয়েছে। সবার জন্যই প্রার্থনা করা হবে। মুখ্যমন্ত্রী এই যজ্ঞে হাজির থাকবেন।’ রাজস্থান সংস্কৃত অ্যাকাডেমির চেয়ারপার্সন জয়া দাভে বলেছেন, ‘ভারতীয় সেনা জওয়ানদের জন্য আশীর্বাদ প্রার্থনা করে রাষ্ট্র রক্ষা যজ্ঞ করা হবে। দুর্গা সপ্তসতী মন্ত্র জপ সহ বিভিন্ন রীতি পালন করা হবে।’ রাজস্থানের এই মন্দিরটি বহু পুরনো। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে পুজো দিতে যান।  ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের সময় এই মন্দির লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছুঁড়েছিল পাক সেনা। কিন্তু একটিও বোমা ফাটেনি। মন্দিরের সংগ্রহশালায় রাখা আছে সেই বোমাগুলি।