মুম্বই: কন্নড় ছবির সুপারস্টার রাজকুমারকে অপহরণ করে দীর্ঘদিন বন্দি রেখেছিল সে। শুধু তাই নয়, অভিনেতা রজনীকান্তকেও নাকি অপহরণের মতলব ছিল তার। দক্ষিণ কাঁপানো ডাকাত বীরাপ্পন সম্পর্কে এমনই তথ্য ফাঁস করলেন পরিচালক রামগোপাল ভার্মা। কুখ্যাত চন্দন দস্যুর জীবন, তাকে ধরার জন্য দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও অবশেষে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু- এ নিয়ে আসছে রামগোপালের নয়া ছবি ‘বীরাপ্পন’। ছবির জন্য তথ্য সংগ্রহে বীরাপ্পনের সঙ্গে জড়িত বহু লোকের সঙ্গে কথা বলেছেন আরজিভি। এদের মধ্যে বীরাপ্পনের এক সময়ের সঙ্গীরা যেমন রয়েছে, তেমনই রয়েছে সেইসব মানুষ, যারা চন্দন দস্যু ও সরকারপক্ষের মধ্যস্থতা করত। যেসব পুলিশ অফিসার দীর্ঘদিন ধরে তাকে তাড়া করে ফিরেছেন, কথা বলেছেন তাঁদের সঙ্গেও। এভাবেই কথাপ্রসঙ্গে রামগোপাল জানতে পেরেছেন, কন্নড় ছবির তারকা রাজকুমারকে বীরাপ্পন যেমন অপহরণ করে ১০৮দিন হেফাজতে রেখেছিল, ঠিক সেইভাবে সুপারস্টার রজনীকান্তকেও অপহরণের ছক ছিল তার। রামগোপাল জানিয়েছেন, তিনি যা তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা যাচ্ছে অবিশ্বাস্যভাবে জীবনযাপন করেছে কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর একসময়ের বিভীষিকা এই হাতির দাঁত ও চন্দন কাঠের ডাকাত। আর তার থেকেও অবিশ্বাস্য হল তাকে ধরার দীর্ঘ, নিরলস চেষ্টা। ২৭ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবি।