কোরবা: বরের গাড়িতেই পিষে গেলেন বরযাত্রীরা। ছত্তিশগড়ের জঞ্জগির-চম্পা জেলায় হওয়া এই দুর্ঘটনায় আহত মহিলা, শিশু সহ ২২ জন।
খবরে প্রকাশ, শনিবার রাতে ডাভরা অঞ্চলে বিয়ে করতে যাচ্ছিলেন চুরতেলা গ্রামের বাসিন্দা মিলন চন্দ্র।
পুলিশ জানিয়েছে, বরের গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভুলবশত, তিনি ব্রেক মারতে গিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিলে, গাড়িটি সামনে চলা বরযাত্রীদের পিষে দেয়।
ঘটনায় আহত হন ২২ জন। তালিকায় বেশিরভাগই মহিলা ও শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জন গুরুতর জখমকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিলেন। ঘাতক গাড়ির চালক পলাতক।
ছত্তিশগড়: বরের গাড়িতেই পিষে গেলেন বরযাত্রীরা, আহত ২২
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2018 06:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -