নয়াদিল্লি:  উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এবং দল থেকে থেকে পদত্যাগ করলেন বেঙ্কাইয়া নাইডু। বেঙ্কাইয়ার পদত্যাগের পর স্মৃতি ইরানিকে বস্ত্র মন্ত্রকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও সামলাতে হবে। নগরন্নোয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন নরেন্দ্র তোমার।


বর্তমানে তোমার গ্রামন্নোয়ন এবং পঞ্চায়েতি রাজ সামলাতেন। স্মৃতিকে ২০১৬ সালে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরিয়ে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, গত বছর মন্ত্রিসভার রদবদলের সময় এই দুই মন্ত্রীই তাঁদের গুরুত্বপূর্ণ মন্ত্রক হারান।

অগাস্টে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্যে সোমবারই এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন বেঙ্কাইয়া। তাঁকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির দলীয় বৈঠকে। সূত্রের খবর, মোদী চাননি মন্ত্রিসভা ছেড়ে যাক বেঙ্কাইয়া। কিন্তু অমিত শাহর চাপাচাপিতেই উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল করতে রাজি হন নাইডু। বিজেপির সর্বভারতীয় সভাপতির দাবি ছিল, রাজ্যসভাতেও পরিণত কারও উপস্থিতি প্রয়োজন।

পদত্যাদের পর আবেগপ্লুত বেঙ্কাইয়ার দাবি, তিনি আঠারো মাস বয়সে তাঁর মাকে হারান। বিজেপি তাঁর মায়ের মতো ছিলেন। আজ পদত্যাগের পর তাঁর মনে হয়েছে, তিনি ফের মাতৃহারা হলেন। আজ সংসদে নাইডুর মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী এবং লালকৃষ্ণ আডবাণী। নাইডুর মনোনয়ন দাখিলের সময় সেখানে উপস্থিত ছিলেন এআইএডিএমকে, টিআরএস এবং শিবসেনা প্রতিনিধিরাও।