নয়াদিল্লি: ফের বদলি হল হরিয়ানার বরিষ্ঠ আমলা অশোক খেমকার। ২০ বছরের কিছু বেশি দীর্ঘ কেরিয়ারে এ নিয়ে ৫১ বার বদলি হল তাঁর।

মাসখানেক আগে খেমকা হরিয়ানার এক মন্ত্রীকে নির্দেশ দেন, যে সরকারি জিপ তিনি ব্যবহার করেন তা ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরেই এই বদলির নির্দেশ। ক্ষুব্ধ খেমকা টুইট করেছেন এ নিয়ে। তাতে লিখেছেন, ক্ষুদ্র স্বার্থের জয় হল।

[embed]https://twitter.com/AshokKhemka_IAS/status/929721355611791360[/embed]

বরাবরই সৎ ও দায়বদ্ধ আমলা হিসেবে পরিচিত অশোক খেমকার কাজ নিয়মিত সরকারি স্বীকৃতি পেয়েছে। তারপরেও ক্ষমতাসীন সরকারের সঙ্গে বারবার ঝামেলা হয়েছে তাঁর, অভিযোগ, যার ফলশ্রুতি বদলি। কংগ্রেস আমলে একাধিকবার বদলি হতে হয়েছে তাঁকে, অভিযোগ, এবার বিজেপি আমলেও পরিস্থিতি বদলায়নি।

হরিয়ানার সামাজিক ন্যায় ও সশক্তিকরণ বিভাগের মুখ্য সচিব ছিলেন খেমকা। মাত্র ৩ মাস আগে এই বিভাগে আনা হয় তাঁকে। এবার তাঁকে পাঠানো হল ক্রীড়া দফতরে, মুখ্য সচিবের পদে।

গত মাসে খেমকা তাঁর দফতর সামাজিক ন্যায় ও সশক্তিকরণ বিভাগের প্রতিমন্ত্রী কৃষণ কুমার বেদীকে অনুরোধ করেন, আম্বালার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের জন্য বরাদ্দ একটি সরকারি জিপ ফিরিয়ে দিতে। মন্ত্রী ওই জিপটি ব্যবহার করছিলেন বছরখানেক, নিজের বিভাগের বারবার অনুরোধ এমনকী মুখ্যমন্ত্রীর অফিসের অনুরোধ সত্ত্বেও তা ফিরিয়ে দিচ্ছিলেন না। এরপর মুখ্যসচিব খেমকা নিজে চিঠি লিখে ওই জিপ ফেরাতে অনুরোধ করেন তাঁকে।

২০১২-য় কংগ্রেস আমলে সনিয়া গাঁধীর জামাতা রবার্ট ভঢরা ও রিয়্যাল এস্টেট সংস্থা ডিএলএফের একটি বিতর্কিত জমি চুক্তি বাতিল করে শিরোনামে আসেন খেমকা। তখনকার রাজ্য সরকার এ জন্য তাঁকে চার্জশিট দেয়। ২ বছর পর বিজেপি ক্ষমতায় এসে ওই চার্জশিট বাতিল করে। খেমকাকে মুখ্য সচিবের পদে উন্নীত করে তারা।