প্রয়াত বিখ্যাত সাংবাদিক, রাজ্যসভার প্রাক্তন সদস্য চো রামাস্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2016 11:16 AM (IST)
চেন্নাই: বিখ্যাত সাংবাদিক, রাজ্যসভার প্রাক্তন সদস্য এবং রাজনৈতিক বিশেষজ্ঞ চো রামাস্বামী আজ সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবাদপ্রতিম এই সাংবাদিক। চো নামে জনপ্রিয় এই সাংবাদিকের স্ত্রী, ছেলে ও এক মেয়ে রয়েছে। বিখ্যাত ম্যাগাজিন তুঘলক ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ছিলেন রামাস্বামী। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসান। রামাস্বামীকে বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি একজন জ্ঞানী, স্পষ্টবাদী এবং অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। রামাস্বামীর মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের গভীর সমবেদনা জানিয়েছেন মোদী।