আমদাবাদ: ভারতে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (আইডিবি) শাখা খোলার পরিকল্পনা রুখতে আসরে নামছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এখানে সংগঠনের দুদিনের আলোচনা সভায় যোগ দিতে এসে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন জানিয়েছেন, কীভাবে আইডিবি-র শাখা খোলার চেষ্টা ঠেকানো যায়, তার কৌশল নিয়েও সেখানে কথা হবে।

এ ধরনের ব্যাঙ্কগুলি দেশের সংবিধান, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই)  নিয়মের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

জেড্ডার আইডিবি ব্যাঙ্ক সম্প্রতি আমদাবাদে ভারতের প্রথম শাখাটি  খোলার কথা সম্প্রতি ঘোষণা করেছে। আইডিবি ব্যাঙ্কের ৫৬টি সদস্য দেশে রফতানি প্রক্রিয়ার সুবিধার জন্য তাদের সঙ্গে ১০০  মার্কিন ডলার লাইন অব ক্রেডিটের ব্যাপারে সম্প্রতি বোঝাপড়া চুক্তি করেছে এ দেশের এক্সিম ব্যাঙ্ক লিমিটেড।

কিন্তু ভিএইচপি-র শীর্ষ নেতাটি বলেছেন, ইসলামিক ব্যাঙ্কগুলি শরিয়ত নিয়মে চলে। তারা এ দেশে এলে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণের বাইরে থেকেই কাজ করবে। জাতীয় স্তরে কোনও আলোচনা  না করেই পিছনের দরজা দিয়ে ওদের ঢুকিয়ে দেওয়া ঠিক নয়। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশের ব্যাঙ্কিং কার্যকলাপও ধর্মনিরপেক্ষ ভাবেই চলে। অতএব সেখানে  ইসলামি ব্যাঙ্কের ঠাঁই হতে পারে না।