নয়াদিল্লি: যোগী আদিত্যনাথকে অভিনন্দন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি)। সংগঠনের শীর্ষ নেতা প্রবীণ টোগাড়িয়া উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া কেশব প্রসাদ মৌর্য, দীনেশ শর্মাকেও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ পরিণত হবে 'উত্তম' প্রদেশে। এবার পরিষদের অযোধ্যায় রামমন্দির নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
টোগাড়িয়া বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমাদের নিজেদের মহন্ত অবৈদ্যনাথের ভারত গড়তে নিরলস পরিশ্রম করবেন, যেখানে হিন্দুরা সবসময় নিরাপদ থাকবেন, সমৃদ্ধ হবেন। আমাদের সমর্থন সবসময় থাকবে তাঁর প্রতি। আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে যে, নতুন উত্তরপ্রদেশ সরকারের নেতৃত্বে ভগবান রামের বিরাট মন্দির তৈরি হবে অযোধ্যায়, হিন্দুদের দেওয়া যে প্রতিশ্রুতিগুলি বছরের পর বছর কার্যকর হয়নি, সেগুলি এবার বাস্তবায়িত হবে।
এবার অযোধ্যায় মন্দির হবে, আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ ভিএইচপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 07:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -