পানাজী: গোমাংস নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের মন্তব্য বিতর্ক দানা বেঁধেছে সঙ্ঘ পরিবারের অন্দরেই। পর্রীকর বলেছিলেন, রাজ্যে গোমাংসের যোগানে ঘাটতি নেই। ঘাটতি হলে কর্নাটক থেকে গোমাংস আমদানি করা হয়।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য তাঁর পদত্যাগ দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
পর্রীকর বলেন, রাজ্যের সরকারি কসাইখানাগুলি থেকে প্রতিদিন ২ হাজার কেজি গোমাংস পাওয়া যায়। এরপরও অতিরিক্ত চাহিদা থাকলে তা কর্নাটক থেকে আমদানি করে মেটানো হয়।
রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে শাসক বিজেপি দলেরই এক সদস্য কর্নাটক থেকে আমদানি করা গোমাংসের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ওই মাংসের গুণমান সঠিকভাবেই যাচাই করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
এভাবে গোমাংস নিয়ে বক্তব্য রাখায় পর্রীকরের তীব্র সমালোচনা করেছে বিশ্ব হিন্দু পরিষদ।
পরিষদের নেতা ড. সত্যেন্দ্র জৈন বলেছেন, পর্রীকর বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করছেন।
উল্লেখ্য, বিজেপি গোরক্ষার পক্ষে সওয়াল করতে গিয়ে গোমাংসে নিষেধাজ্ঞার পক্ষপাতী।
দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য পরিষদ নেতা পর্রীকরের পদত্যাগ দাবি করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গোমাংস নিয়ে মন্তব্যের জেরে গোয়ার মুখ্যমন্ত্রী পর্রীকরের পদত্যাগ দাবি বিশ্ব হিন্দু পরিষদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2017 01:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -