লখনউ:  অযোধ্যায় এখন কনকনে ঠাণ্ডা। শীতে কাঁপছে ভাগবান রামও। সেই জন্যে এবার বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রশাসনের কাছে গরম জামা কাপড়, লেপ, কম্বল ও রুম হিটার দাবি করল।


বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা এক বিবৃতি দিয়ে বলেছেন, অযোধ্যার ঠাণ্ডায় কাঁপছেন ভগবান রাম। আবহাওয়ার সঙ্গে লড়াইয়ের জন্যে সাধারণ মানুষ যেন শীত বস্ত্র দান করেন। তিনি আরও বলেন, ভগবান রাম হলেন গোটা দুনিয়ার সমস্ত হিন্দুর কাছে আরাধ্য দেবতা। তাই সারা দুনিয়ার ভগবান রামের প্রত্যেক ভক্তের উচিত তাঁদের দেবতাকে দেখভালের দায়িত্ব পালন করা। এমনকি বিভিন্ন হিন্দু সংগঠন ভগবান রামকে দেখভাল করতেও প্রস্তুত বলে দাবি ভিএইচপির মিডিয়া ইনচার্জের।

ভগবান রামের দেখভালের বিষয় নিয়ে আলোচনা করতে ফৈজাবাদের ডিভিশনল কমিশনারের সঙ্গেও দেখা করবে ভিএইচপি-র সদস্যরা।