জয়পুর: এক বছরের কারাবাসের সাজা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতা আচার্য ধর্মেন্দ্রর। ২০০৮ সালের নভেম্বরে এক ধর্মসভায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোয় তাঁকে দোষী সাব্যস্ত করে গতকাল এই সাজা ঘোষণা করেন রাজস্থানের বরন জেলার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আশিস মিনা।
২০০৮-এর ২৭ নভেম্বর বরন জেলার কোতোয়ালি পুলিশ বিতর্কিত মন্তব্যের জন্য অভিযুক্ত করেন ধর্মেন্দ্রকে। ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু হয়।
গতকালের সাজার রায়ের প্রতিক্রিয়ায় পরিষদের ওই শীর্ষ নেতার কৌঁসুলি দিলীপ সিংহ পানোয়ার বলেন, আদালতের রায়কে সম্মান করি, তবে এক মাসের মধ্যেই দায়রা আদালতে একে চ্যালেঞ্জ জানাব আমরা।