নয়াদিল্লি: নির্বাচনের ইস্যু হোক, চায় না বলে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে প্রচার-আন্দোলন আসন্ন লোকসভা ভোট পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রামজন্মভূমি আন্দোলন শুরু করেছিল তারাই। গত কয়েক মাস ধরে দেশব্যাপী তারা প্রচার চালাচ্ছে, অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির গড়ার জন্য সংসদে আইন পাশ হোক। এই দাবিতে সভা-সমাবেশের পাশাপাশি রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে সব দলের সাংসদদের কাছেও যাচ্ছে তারা। কিন্তু ভিএইচপির আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন এবার বললেন, ভিএইচপি অযোধ্যায় ভগবান রামের জন্মস্থানে রামমন্দির নির্মাণের প্রচার সাধারণ নির্বাচন পর্ব শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এটা নির্বাচনের ইস্যু হোক, তা চায় না সংগঠন। যদিও তাঁরা অযোধ্যায় রামমন্দির নির্মাণের ইস্যুর প্রতি দায়বদ্ধ এবং কেন্দ্রে পরবর্তী সরকার গঠন হলেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলেও জানান তিনি।
কিছুদিন আগে কুম্ভস্নানের সময় এলাহাবাদে ভিএইচপি-র ধর্মীয় সম্মেলনেই এই মর্মে প্রস্তাব নেওয়া হয়েছে, অযোধ্যায় রামের জন্মস্থানে মন্দির তৈরি হওয়া পর্যন্ত হিন্দুরা চুপ করে থাকবে না, শান্তিতে থাকতে পারবে না। এর কিছুদিন বাদেই প্রচার, আন্দোলন স্থগিত রাখছে তারা।
লোকসভা নির্বাচন পর্যন্ত অযোধ্যায় মন্দিরের দাবিতে প্রচারাভিযান স্থগিত বিশ্ব হিন্দু পরিষদের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2019 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -