নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউয়ের পড়ুয়াদের মধ্যে সেনাবাহিনীর প্রতি ভালবাসা বাড়ানো জরুরি। তাই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ট্যাঙ্ক মোতায়েন করুক কেন্দ্র। জেএনইউয়ের সহ উপাচার্য এম জগদেশ কুমার এই আর্জি জানিয়েছেন।


মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিজয় বীরতা অভিয়ানের অংশ হিসেবে এই প্রথম জেএনইউতে পালন করা হয়েছে কার্গিল বিজয় দিবস। উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সেনা প্রধান ভিকে সিংহ ও ধর্মেন্দ্র প্রধান। ছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর ও প্রাক্তন সেনা কর্মীরা। তাঁদের সামনেই উপাচার্য এই অনুরোধ করেন। তাঁর মতে, চোখের সামনে লড়াইয়ের ট্যাঙ্ক দেখলে ছাত্রছাত্রীদের সেনার প্রতি ভালবাসা ও আগ্রহ বাড়বে।

জেএনইউয়ের গঙ্গা ধাবা থেকে একটি ২,২০০ ফুট উঁচু জাতীয় পতাকা কনভেনশন সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ধর্মেন্দ্র প্রধান বলেন, জেএনইউয়ে এখন ভারত মাতা কি জয়ের মত স্লোগান উঠছে। এই পরিবর্তনে তিনি বিস্মিত।

গত বছর জেএনইউ তোলপাড় হয়েছিল মতপ্রকাশের অধিকার সংক্রান্ত বিতর্কে। বক্তৃতায় বিষয়টি তোলেন গৌতম গম্ভীর। বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় তিনিও বিশ্বাসী কিন্তু জাতীয় পতাকার সম্মানের মত এমন কিছু বিষয় আছে, যেগুলি কোনওভাবেই আলোচনার পর্যায়ে পড়ে না। সেনার বিরুদ্ধেও কারও মন্তব্য করা উচিত নয়।

এইভাবে কি পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা যায়? আপনার মতামত জানান নীচের কমেন্টস বক্সে।