তিরুঅনন্তপুরম: তিনি দাবি করেছিলেন, বাড়ির লোকের বিশ্বাসের সুযোগ নিয়ে স্বঘোষিত এক ‘গডম্যান’ বারবার ধর্ষণ করেছেন তাঁকে। শেষে আর সইতে না পেরে তিনি তাঁর যৌনাঙ্গ কেটে নিয়েছেন। কেরলের এই আলোড়ন ফেলে দেওয়া ঘটনায় যুক্ত ছাত্রী আগের অবস্থান থেকে সরে এলেন। এখন তিনি দাবি করছেন, ধর্ষণের চেষ্টার মত কিছু ঘটেনি, ওই ব্যক্তি নির্দোষ।

অভিযুক্ত ‘গডম্যান’ গণেশানন্দ তীর্থপদর আইনজীবী দাবি করেছেন, ২৩ বছরের ওই আইনের ছাত্রীর চিঠি পেয়েছেন তিনি। তাতে ছাত্রীটি বলেছেন, পুলিশ তাঁকে চাপ দিয়ে জোর করে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনতে বাধ্য করে তাঁকে, আসলে তিনি নির্দোষ।

স্থানীয় একটি টিভি চ্যানেলেও মেয়েটি বলেছেন, চিঠিতে লেখা বক্তব্য থেকে তিনি সরবেন না।

পুলিশ অবশ্য দাবি করেছে, ওই চিঠির ব্যাপারে তাদের কিছু জানা নেই। অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, অভিযোগকারিণী চিঠি লিখে ওই ব্যক্তির ওপর থেকে অভিযোগ তুলে নিয়েছেন। কেন তিনি আগের অবস্থান থেকে সরে এলেন, তা পরিষ্কার নয়।

অভিযুক্তের আইনজীবী ওই চিঠি পেশ করেছেন আদালতে।

সংশ্লিষ্ট ‘গডম্যান’ অবশ্য দাবি করেন, ওই তরুণী নয়, যৌনাঙ্গ কোনও কাজে লাগছিল না বলে তিনি নিজেই সেটা কেটে ফেলেছেন।