ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রো-রেস্টলিং প্রোগ্রামের মঞ্চে সালোয়ার কামিজ পড়া এক পঞ্জাবি মহিলা কুস্তিগীরকে অনায়াসেই ধরাশায়ী করে মাটিতে ফেলে দিয়েছেন। প্রথমে কুস্তিগীর ওই মহিলাকে ধাক্কা মারেন। তিনি ছিটকে গিয়ে পড়েন রিং-এ। এরপরই রেগে গিয়ে কুস্তিগিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলেন তিনি। বুকের ওপর উঠে ঘুসি মারতে শুরু করেন। আশেপাশের লোকজন এসে মহিলাকে থামান।
ফেসবুকে পোস্ট করা হয় ভিডিওটি। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।