সালোয়ারেই বাজিমাত! কুস্তিগীরকে ধরাশায়ী করে ঘুসি পঞ্জাবি রমণীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 11:17 AM (IST)
নয়াদিল্লি: পঞ্জাবিরা সাধারণত আমুদে, মজা করতে ভালোবাসেন বলেই পরিচিত। কিন্তু এই ভিডিওটি পঞ্জাবি মহিলাদের সম্পর্কে আপনার ধারণা কিছুটা বদলে দেবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রো-রেস্টলিং প্রোগ্রামের মঞ্চে সালোয়ার কামিজ পড়া এক পঞ্জাবি মহিলা কুস্তিগীরকে অনায়াসেই ধরাশায়ী করে মাটিতে ফেলে দিয়েছেন। প্রথমে কুস্তিগীর ওই মহিলাকে ধাক্কা মারেন। তিনি ছিটকে গিয়ে পড়েন রিং-এ। এরপরই রেগে গিয়ে কুস্তিগিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলেন তিনি। বুকের ওপর উঠে ঘুসি মারতে শুরু করেন। আশেপাশের লোকজন এসে মহিলাকে থামান। ফেসবুকে পোস্ট করা হয় ভিডিওটি। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।