দেখুন ভিডিও: গিলে ফেলা সাপ উগরে ফেলতে সাহায্য করে গোখরোর প্রাণ বাঁচালেন কৃষক
ABP Ananda, web desk | 28 Aug 2017 08:46 PM (IST)
নয়াদিল্লি: তীব্র বিষধর সাপ গোখরো। একটা ছোবলেই অল্পসময়ের মধ্যেই প্রাণ কেড়ে নিতে পারে এই সাপ। কিন্তু সেই গোখরোই শিকার পেটে পুরে আইঢাই করছে। এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রে। আসলে আস্ত একটা সাপ গিলে ফেলেছিল গোখরোটি। নড়াচড়াও করতে পারছিল না। রশিদ খান নামে এক কৃষকের নজরে পড়ে ঘটনাটি। তিনি গোখরোটিকে সাহায্য করতে এগিয়ে যান। ভেতরে থাকা সাপটিকে যাতে গোখরো উগরে ফেলতে পারে। তিনি গোখরোর লেজ ধরে সেটির শরীরে লাঠি দিয়ে চাপ দিতে থাকেন। বেরিয়ে আসে সাপটি। দেখুন ভিডিওটি-