চণ্ডীগড়: আজকাল প্রযুক্তির যুগে বহু মানুষ ইন্টারনেটে নিজেদের কেরামতি দেখিয়ে সকলকে আকৃষ্ট করার চেষ্টা করেই থাকেন। তা সে কখনও বিপদসঙ্কুল স্টান্ট দিয়ে হোক বা নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে। কিন্তু, অন্যদের চমকে দেওয়ার মতো প্রতিভা যাঁদের মধ্যে সত্যিকারে থাকে, সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় তাঁদের দেখা মেলে।


গাছে চড়াটা অনেকের কাছে সাধারণ বলে মনে হতে পারে। কিন্তু, যদি বলা হয় উল্টো হয়ে গাছে চড়ে দেখাতে! অবশ্যই, বেশিরভাগ মানুষই বলবেন এটা অসম্ভব, অবাস্তব। অথচ, এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন হরিয়ানার এক সাধারণ নির্মাণকর্মী।


মুকেশ কুমার নামে ওই ব্যক্তি অত্যন্ত অনায়াসে এবং সাবলীলভাবে উল্টো হয়ে উঁচু উঁচু গাছে চড়তে সক্ষম। দেখা গিয়েছে, প্রায় ৭০ ফুট উঁচু গাছ চড়তে মুকেশ মাত্র পাঁচ মিনিট সময় নেন। এমনিতে, দিনমজুর হিসেবে খুব কম টাকাই আয় করেন মুকেশ। তাঁর আশা, এই প্রতিভা একদিন তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসবে। আর তখন তাঁর কষ্ট কিছুটা লাঘব হবে।


দেখুন মুকেশের উল্টো হয়ে গাছে চড়ার সেই বিস্ময়কর ভিডিও:


[embed]